ADMISSION INFORMATION

Published 23-01-2018
Title ভর্তির শর্তাবলী
Details

ভর্তির শর্তাবলী

  1. নিয়মিত ও সময়মত কলেজে আসতে হবে। ক্লাশ ফাঁকি দিয়ে বাড়ী যাওয়া যাবে না।
  2. ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ক্যাম্পাসে বহন নিষিদ্ধ। শিক্ষকদের দেয়া বাড়ীর কাজ ক্লাসে প্রদর্শন করতে হবে।
  3. সকল অভ্যন্তরীন পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। মেয়েদের কমনরুম এলাকায় ছেলেরা এবং ছেলেদের কমনরুম এলাকায় মেয়েদের প্রবেশ নিষিদ্ধ।
  4. কলেজ চলাকালীন বারান্দায় ও যত্রতত্র ঘুরাফিরা করা যাবে না। অফ টাইমে কমনরুম ও লাইব্রেরীতে অবস্থান করতে হবে।
  5. কলেজে অনুপস্থিতির জন্য অভিভাবকের প্রতি স্বাক্ষরিত দরখাস্ত পর দিন অফিসে জমা দিতে হবে।
  6. ৯:৩০-২:৪৫ মিনিট পর্যন্ত উপস্থিত থেকে রুটিন মাফিক ব্যবহারিক বিষয়ের ক্লাসসহ সকল বিষয়ের ক্লাসে উপস্থিত থাকতে হবে।
  7. শ্রেণীতে কোন প্রকার উচ্চস্বরে চিৎকার ও হট্টগোল করা যাবে না।
  8. বিনা কারণে অথবা চিকিৎসকের সনদ প্রদর্শন ব্যাতিরেকে পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বিরত থাকলে কঠোর শাস্তি ও ৫০০/- টাকা জরিমানার সম্মুখীন হতে হবে।
  9. কোন প্রকার অশালীন ও কুরুচীপূর্ণ পোশাক পরে কলেজে আসা যাবে না। কলেজের যাবতীয় অনুষ্ঠান মালায় অংশ গ্রহণ করতে হবে।
  10. শিক্ষক-কর্মচারী কারো সঙ্গে অশোভনীয় আচরণ করা যাবে না।
  11. কলেজের কোন সম্পদ, আসবাবপত্র বিনষ্ট ও বাগানের ক্ষতি করা যাবে না। ক্ষতি করলে জরিমানা দিতে হবে।
  12. ক্যাম্পসে বহিরাগত বন্ধু-বান্ধব নিয়ে আসা যাবে না। আই ডি কার্ড ক্যাম্পাসে থাকা কালীন সঙ্গে রাখতে হবে।
  13. ক্যাম্পাসে মারামারি ঝগড়া জাটি ও অছাত্রমূলক আচরণ প্রদর্শন করা অপরাধ হিসাবে গন্য করা হবে।
  14. ক্যাম্পাসে দল/গ্রুপ বেধেঁ যে কোন বিষয়ে পক্ষে বিপক্ষে দাবী দাওয়া উপস্থাপন করা জিন্দাবাদ মুরদাবাদ শ্লোগান দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
  15. কোন ক্লাসে শিক্ষক অনুপস্থিত থাকলে তাৎক্ষনিক ২/১ ছাত্র-ছাত্রী অধ্যক্ষ/উপাধ্যক্ষ ও একাডেমিক কমিটিকে জ্ঞাত করতে হবে।
  16. খাতা-কলম বই ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে ক্লাসে আসতে হবে। ল্যাব এর যন্ত্রপাতি বিনষ্ট ও নিয়ে গেলে শাস্তি ও জরিমানার সম্মুখীন হতে হবে।
  17. অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল খারাপ অথবা পরীক্ষায় অংশ গ্রহণ না করিলে কর্তৃপক্ষের দেয়া শাস্তি ফোর্স টি.সি মেনে নিতে হবে। কোন অবস্থায় খারাপ ছাত্র/অকৃতকার্যদের দ্বাদশ শ্রেনীতে উন্নীত করা হবে না এবং নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে না। এ ব্যাপারে কোন তদবির/প্রেসার অছাত্রমূলক আচরণ হিসাবে গন্য করা হবে।
  18. কলেজ কর্তৃপক্ষের আরোপিত সকল নির্দেশনা ও নিয়মনীতি অবশ্যই ছাত্র-ছাত্রীদের মেনে চলতে হবে।
  19. প্রাইভেট পড়ার প্রবণতা ছাত্র-ছাত্রীদের বর্জন করে নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থেকে বিষয় শিক্ষক থেকে বোধগম্য পাঠ আয়ত্ব করতে হবে।
File
Details
Goto Home BACK